প্রিয়তম মাতৃভূমি একটি উত্তরসূরি দাও

কৈশোর (মার্চ ২০১৪)

এনামুল হক টগর
  • ১৩
  • ৩৪
সেই শৈশব থেকে তোমাকে ভালোবেসে কত কবিতা লিখেছিলাম
তরুণ যৌবনে তোমাকে ভালোবেসে কত গান লিখেছিলাম
মাঝবয়সে তোমাকে ভালোবেসে ছোট গল্প আর উপন্যাস লিখেছিলাম
আজ শেষ বয়সে তোমাকে ভালোবেসে একটি চিঠি লিখলাম
জাতির জন্য একটি উত্তরসূরি প্রয়োজন, একটি উত্তরসূরি দাও-
তোমার আজন্ম ভালোবাসা যৌবনের অমৃত মাতৃত্ব থেকে
আমাদেরকে ন্যায়পরায়ণের একটি মহৎ উত্তরসূরি দাও
দূর্বৃত্তরা আমাদের দেশের মাটিকে আঁধারে আঁধারে ঢেকে দিচ্ছে
একদিকে দুঃশাসন দুর্নীতি সন্ত্রাস অবিচার আর জঙ্গিবাদ
অন্যদিকে অধর্ম কৌশল আর নাস্তিক্যবাদের শ্লোগান
যে এই রোষ অধর্ম আর উন্মুক্ততাকে থামাবে
সংখ্যালঘুদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবে
খুন অত্যাচার ব্যভিচারের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করবে
অযত্নে আঁধারে নিমজ্জিত জাতিকে যে চেতনা দেবে
চারাগাছে উৎকর্ণ মগজ থেকে আজন্ম শস্য ফলাবে
শিল্পের নগরের অঙ্কুরিত নতুন ভ্রূণকে উত্তাপ দেবে
মানবতার প্রজ্ঞা থেকে দেশ আর জাতিকে নতুন আলো দেবে
সুন্দর সমুদ্র আর নদীকে প্রগতির পথে প্রবাহিত করবে
অমরত্বের মাহিমায় মহিমান্বিত রাহমানের প্রেমে মগ্ন থাকবে
মহাপ্রেম থেকে মহাবিশ্বকে ভালোবাসায় আবদ্ধ করবে
দুঃসাহসিক অভিযানের বিচিত্রজ্ঞান দিয়ে পৃথিবীকে সাজাবে
অতীন্দ্রিয় ললাটলিখন আর নিগুঢ় রহস্যের ভেদ করে রূপান্তর করবে
সৃষ্টির অন্বেষণে জীবনকে মহাচেতনায় বিকশিত করবে
অশান্ত যুদ্ধের কালো অস্ত্রাঘাত ঘাতকের বিষ লোলুপ
ভেঙে চুড়ে তছনছ ছারখার করে দেবে।
মানুষ জন্ম নেয় সেবা আর কল্যাণের জন্য
মৃত্যু এক চিরন্তর সত্য যার কাছে জীবন পরাজিত
অকল্যাণ ডেকে আনলে দুর্ভিক্ষ আর ধ্বংস কেউ ঠেকাতে পারবে না
জঙ্গিবাদ থেকে দূরে সরে যাও ওটা ইসলাম বা শান্তি নয়
ইসলাম এক মহৎ ভালোবাসা, আত্মার মহাদর্শন মহাপ্রেম শান্তি
দুর্নীতি চুরি সন্ত্রাসী আর ডাকাতি বিরুদ্ধে প্রতিরোধ করো
নইলে আস্তে আস্তে দেশ আর জাতি ধ্বংসের পথে হেটে যাবে
আমিত্ব অপরাধ আর অহংকার থেকে দূরে সরে যাও
নইলে তোমরা ধীরে ধীরে পরাজিত হতে থাকবে-
রিলিফ সাহায্য থেকে এতিম ও গরিবের খাদ্য চুরি করো না
কালো বৃত্তবানের গুলিতে প্রতিনিয়ত পাখিগুলো খুন হচ্ছে
সন্ত্রাসের লালাবিষে সুন্দর ফুলগুলো ঝরে যাচ্ছে
এভারে চলতে থাকলে সুরকার গীতিকার আর কবিরা যন্ত্রণায় দগ্ধ হবে
প্রিয়তম মাতৃভূমি আমরা অপেক্ষায় আছি একটি উত্তরসূরি জন্যে-
যে দেশকে সততার স্বীকৃতি আর মহৎ সংস্কার দেবে।
যে দুঃশাসন অহংকার আর দুর্নীতি ভেঙে দেবে
যে প্রতিহিংসা আর আধিপত্য সাম্রাজ্য গুড়িয়ে দেবে
গুম হত্যা ধ্বংস আর জঙ্গিবাদকে আইনে তছনছ করে দেবে
কেন এই হানাহানি কেন এই মৃত্যু আর অবিচার ব্যভিচার
এই প্রিয় মাতৃভূমিকে ভালবাসতে গিয়ে কত ভাই কত বোন
কত স্বজন বন্ধুরা যুদ্ধ থেকে ফিরে আসেনি
একটি নোলক পড়া স্নেহের মমতা ভরা ছোট বোন ছিল
তাকেও আর কোনদিন খুঁজে পাইনি
সেই থেকে আমরা যদিও অগ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলছি
তবুও এই ত্যাগের বিনিময় আমরা চাই দেশের শান্তি।
প্রিয়তম মাতৃভূমি আমাদেরকে একটি উত্তরসূরি দাও
যে অনেক যুদ্ধ হাহাকার পরিতাপ আর দহন শেষে
ন্যায়পরায়ণ আর সুশাসনের মুকুট জাতিকে পড়িয়ে দেবে।
শস্যের আবাদ আর মাটিতে সুকর্মের নতুন ফসল ফলাবে
সুন্দর গোলাপের মতো পরিবর্তনের সকালকে জাগিয়ে তুলবে
কপিফুল হেলেঞ্চা শাকের সুবর্ণ রঙ থেকে
সাবলীল বিশুদ্ধ জীবন সুগন্ধের পবিত্রতা ছড়াবে
এক সাহসী রাখালের রূপ ধরে সাম্যের বাঁশি বাজাবে
এক সময় সবুজ মাঠের আকাশে সূর্য উঠবে
গ্রাম ও নগরের প্রান্তর আলোয় আলোয় ভরে যাবে
ধনী আর দরিদ্রের প্রেম ভালোবাসো মহৎকর্ম মিলনে
বাংলাদেশ আবার হেঁটে যাবে
পৃথিবীতে উচ্চ সম্মান আর উচ্চ আসনে
প্রিয়তম মাতৃভূমি আমাদের একটি উত্তরসূরি দাও।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ক্যায়স অসাধারণ কথামালায় সাজানো প্রতিবাদী কবিতা। চমৎকার। ভালো থাকবেন।
তানি হক দীর্ঘ কবিতাটি অসাধারণ কথামালায় সাজানো ... আপনাকে ধন্যবাদ জানাই
মিলন বনিক বেশ দীর্ঘ আর প্রতিবাদী কবিতা...খুব ভালো লাগলো...এমন উ্তরসুরিই আমাদের প্রয়োজন....
মোঃ মহিউদ্দীন সান্‌তু কবির সাথে একাত্মতা প্রতিটি উক্তিতে। ক্ষোব, দুঃখ , হতাশা, আশা, অকাঙ্খা ও স্বপ্নকে সারি সারি ভাবে চমৎকার সাজানো গোছানো, খুব ভালো লাগলো, আনেক ধন্যবাদ ও শুভকামনা।
এস, এম, ইমদাদুল ইসলাম ভাই , প্রতিবাদের ঝড়টির প্রবলতা খুব অনুভব করলাম । আপনি ৬৬ আমি ৬৩ । তাই আপনাকে বুঝতে আমার খুব একটা অসুবিধা হয়নি । দুনিয়াতে এসে আমার আপনার শৈশব , কৈশোর , আমাদের অগ্রজ, আমাদের সমাজ, ভদ্রতা, শালীনতা, নারীদের মাধুর্য যা দেখেছি , মাত্র কিছুদিনের মধ্যে সব উদ্বায়ী হয়ে গেল কর্পুরের মত !! কেবল সেই নেতৃত্বের শূণ্যতার কারণেই । বুকে বড় যন্ত্রণা , বড় হাহাকার ! তবে আমার মনে হয় , এর জন্য এককভাবে কাউকে দায়ি করা যায় না। পরিবেশ আমাদের যতই প্রভাবিত করুক, আমাদের নিজস্ব ঐতিহ্যকে ধারণ করে আমাদের পারিবারিক জীবন ব্যবস্থাটা যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারতাম , হয়তোবা এতটা ব্যর্থতা আমাদের গ্রাস করত না। খুব ভাল লাগল আপনার ভাবনা ।
আনেক ধন্যবাদ, আনেক ধন্যবাদ, আনেক ধন্যবাদ
জোহরা উম্মে হাসান সেই থেকে আমরা যদিও অগ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলছি তবুও এই ত্যাগের বিনিময় আমরা চাই দেশের শান্তি। প্রিয়তম মাতৃভূমি আমাদেরকে একটি উত্তরসূরি দাও অসাধারন !
আপেল মাহমুদ সুন্দর হয়েছে। তবে কৈশোর প্রসঙ্গ পেলাম না। শুভ কামনা রইল।
সাদিয়া সুলতানা শ্রদ্ধেয় ওয়াহিদ হুসাইনের সাথে সহমত।
এস, এম, ইমদাদুল ইসলাম কবির সাথে একাত্মতা পোষণ করছি । আমাদের সেরকমই একজন উত্তরসূরী দাও । এ বুকে অনেক জ্বালা !!!!! সালাম জানাই কবিকে সুন্দর একটা কবিতার জন্য ।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫